বাংলা বিভাগে ফিরে যান

সরকারি বাসে কলকাতার পুজো পরিক্রমা

সেপ্টেম্বর 16, 2022 | < 1 min read

নন-এসি বাসে যে পুজোমণ্ডলগুলি দেখানো হবে:

সিংহী পার্ক, একডালিয়া, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, মুদিয়ালী, শিবমন্দির, কলেজ স্কোয়ার, বাগবাজার সার্বজনীন, বাগবাজার পল্লী।

যাত্রা শুরু কখন কোথা থেকে:

হাওড়া স্টেশন সংলগ্ন সিটিসি টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, বারাসাত কলোনি মোড়, মধ্যমগ্রাম চৌমাথা, ডানলপ মোড়।
সকাল: ৯.১৫তে বাস ছাড়বে।
ব্যারাকপুর ও হাবড়া ডিপো থেকে ছাড়বে সকাল সাড়ে ৮টায়।

ভাড়া:

হাওড়া স্টেশন সংলগ্ন সিটিসি টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, বারাসাত কলোনি মোড়, মধ্যমগ্রাম চৌমাথা, ডানলপ মোড় ও ব্যারাকপুর থেকে জনপ্রতি ভাড়া ৪০০ টাকা।
হাবড়া ডিপো থেকে ভাড়া জনপ্রতি ৫০০ টাকা।
৫ বছরের ঊর্ধ্বে ভাড়া প্রযোজ্য।

বুকিং:

www.wbtconline.in
৮৬৯৭৭৩৩৩৯১/৯২ নম্বর থেকেও বুক করতে পারেন
হোয়াটস অ্যাপে বুকিং নম্বর ৯৮৩০১৭৭০০০

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare