আবহাওয়া বিভাগে ফিরে যান

গভীর নিম্নচাপ, বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত

সেপ্টেম্বর 12, 2022 | < 1 min read

রবিবার সকাল থেকেই মুখ ভার ছিল আকাশের। দুপুর গড়াতেই অন্ধকার নেমে আসে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আর তারপরেই দিনভর বৃষ্টি।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত। দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে ঢুকেছে। আপাতত এর অবস্থান ওড়িশা ও ছত্তীসগঢ়ের দক্ষিণে। এর প্রভাবে বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আজ কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং হাওড়ায় হলুদ সতর্কতা জারি হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা।

বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কোটালের জেরে দিঘায় চলছে প্রবল জলোচ্ছ্বাস। পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নিম্নচাপের পরে ফের ভারী বৃষ্টি? সতর্কতা বাংলার জেলায়
FacebookWhatsAppEmailShare
নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে একাধিক জেলায়
FacebookWhatsAppEmailShare
সপ্তাহান্তে নিম্নচাপের ভ্রুকুটি
FacebookWhatsAppEmailShare