এবার আপনার পুজোর ডেস্টিনেশন হতে পারে উত্তরবঙ্গের বেলতার গ্রাম
পুজোর ছুটিতে কোথায় যাবেন ঠিক করতে পারছেন না? ঘুরে আসতে পারেন কার্শিয়াংয়ের একটা ছোট্ট গ্রাম বেলতার।
জায়গাটা বড্ড ফাঁকা, প্রকৃতির সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ মেলে এখানে ।
রিসর্ট বুকিং করতে হবে ওয়েবসাইট থেকে সরাসরি বা ফোন করে।
এই রিসর্টের অন্যতম আকর্ষণ হল এর সুইমিং পুল। চারদিকে কটেজ আর মাঝখানে সুইমিং পুল। এছাড়া নদীর ধারে বসে রাতে বনফায়ার উপভোগ করতে পারেন।
চারদিক মহারানী পাহাড় আর মার্গারেট হোপ চা বাগানে ঘেরা বেলতার কার্শিয়াংয়ের এক অফবিট জায়গা। সারাক্ষণ মেঘের আনাগোনা, পাখির ডাক আপনার মন ভোলাবে।
গাড়ি ভাড়া করে ঘুরে নিতে পারেন কার্শিয়াংয়ের ঝুলন্ত ক্যাফে মার্গারেট ডেক। এছাড়া ডাও হিল ভুত দেখতে, হনুমান টক, ইগলস ক্র্যাগ, গিড্ডা পাহাড় দেখতে যেতে পারেন।
প্রথমে ট্রেনে এনজিপি বা প্লেনে বাগডোগরা থেকে কার্শিয়াং হয়ে মার্গারেট হোপ চা বাগানের দিকে নেমে আসতে হবে খারাই রাস্তা ধরে।
রাস্তার পাশেই বড় বড় করে ফলকে লেখা আছে মার্গারেট হোপ। সেই রাস্তা ধরে সোজা এলেই বেলতার রিভারসাইড রিসর্ট।