দুর্গোৎসব ২০২২ বিভাগে ফিরে যান

দুর্গা পুজো শিখতে গুজরাত থেকে আসছেন পুরোহিতরা

সেপ্টেম্বর 4, 2022 | < 1 min read

গত শনিবার থেকে শোভাবাজার রাজবাড়ির দশভুজার দালানে শুরু হয়েছে দুর্গাপুজোর ক্লাস।


১০ দিনের কোর্সে পুরোহিতদের শেখানো হচ্ছে দুর্গাপুজো পদ্ধতির বিশুদ্ধ আচার ব্যবহার।
মন্ত্রোচ্চারণ থেকে ঘট স্থাপন, চন্ডীপাঠ, পৈতে থেকে কি কি করণীয় পুজোর ক’দিন ঠাকুরমশাইরা কি খাবেন, কি খাবেন না সবই রয়েছে পাঠশালার পাঠ্যক্রমে।


পুজোর বিভিন্ন মুদ্রা, হোম করা থেকে সন্ধিপুজো সব হাতেকলমে সেখান হচ্ছে।
২৭ অগস্ট থেকে রোজ আসছি। ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।


অনেকে তো আবার মুচকি হেসে এও বলছেন, যে মোদী বলেন বাংলায় নাকি দুর্গা পুজোই হয়না, অথচ তার রাজ্য থেকেই পুরোহিতদের বাংলায় এসে পুজোর নিয়ম আচার আদবকায়দা সব শিখে যেতে হচ্ছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

হেরিটেজ উইক উপলক্ষে চলছে দুর্গা ফেস্টিভাল
FacebookWhatsAppEmailShare
বিশ্বমঞ্চে দুর্গাপুজোর প্রচারে বার্লিন পাড়ি বাংলার
FacebookWhatsAppEmailShare
শিল্পীরা ব্রাত্যই থাকলেন দুর্গা পুজো কার্নিভালে
FacebookWhatsAppEmailShare