বাংলা বিভাগে ফিরে যান

পুজো মণ্ডপে প্রাক প্রদর্শনীর আয়োজন

সেপ্টেম্বর 3, 2022 | < 1 min read

এবছর ইউনেস্কোর সঙ্গে গাঁটছড়া বেঁধে পুজো বিষয়ক একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছে। অনুষ্ঠানটিকে ‘দুর্গাপূজা আর্ট প্রিভিউ শো’ বলে চিহ্নিত করা হয়েছে। উৎসব উপদেষ্টা, শিল্পী, শিল্পরসিক, স্থপতিদের একটি নতুন মঞ্চ ব্রিটিশ কাউন্সিল এবং ইউনেস্কোর একসাথে এই পরিকল্পনাটির শরিক, সাথে সহযোগিতা করছে রাজ্য সরকার।

মহালয়ার আগের ৩ দিন চলবে প্রদর্শনী – ২২, ২৩, ২৪ সেপ্টেম্বর। এজন্য ২২টি পুজো মণ্ডপ বেছে নেওয়া হয়েছে।

আপাতত বাছাই অতিথিরা এই সুযোগ পাবেন। https://massart.in/ এই ওয়েবসাইটে নির্দিষ্ট সময়ে এ বিষয়ে ঘোষণা হবে। নির্দিষ্ট কিউআর কোডের মাধ্যমেই মণ্ডপে ঢোকা যাবে।

বিভিন্ন মণ্ডপে থাকছে আলাদা আলোর থিম। প্রাক্‌-প্রদর্শনীর রুটে ইচ্ছে মতো ওঠানামা করা যাবে, এমন বাসে (‘হপ অন, হপ অফ’) কিউআর কোড দেখিয়ে ওঠা যাবে।

এ ছাড়া, দু’টি বনেদি বাড়িতে এবং দু’টি সাবেক বারোয়ারি মণ্ডপে পুজোর নির্মাণপর্বও দেখবেন ইউনেস্কোর অতিথিরা।

ইউনেস্কোর ঐতিহ্য বিষয়ক কনভেনশনের সদস্য বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে কলকাতায় আসছেন আগামী ২২ সেপ্টেম্বর। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ছাড়াও দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কোচির শিল্পরসিক অতিথিরাও আসছেন শহরে। মহালয়ার ঠিক আগে মণ্ডপে মণ্ডপে অভিনব এই আগমনি আসরটি বসছে ইউনেস্কোর আগ্রহেই।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
FacebookWhatsAppEmailShare
বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare