দেশ বিভাগে ফিরে যান

চলন্ত ট্রেনে হোয়াটসঅ্যাপে অর্ডার দিলেই মিলবে খাবার

সেপ্টেম্বর 3, 2022 | < 1 min read

ট্রেনে গরম খাবার পেয়ে যান হোয়াটসঅ্যাপে অর্ডার করে

আইআরসিটিসির ফুড ডেলিভারি পরিষেবা Zoop এবং Jio Haptic একসঙ্গে এই পরিষেবা শুরু করেছে।

যাত্রীরা ৭০৪২০৬২০৭০ নম্বরে হোয়াটসঅ্যাপ করে খাবার অর্ডার করতে পারবেন।

১০ ডিজিটের পিএনআর দিলে গ্রাহকের বিবরণ Zoop যাচাই করবে। এরপর গ্রাহককে আসন্ন স্টেশন নির্বাচন করতে হবে.

এখানে Zoop চ্যাটবটে গ্রাহক রেস্টুরেন্টের নাম পাবেন। সেখানে সিলেক্ট করে খাবার অর্ডার দিলেই তাকে পেমেন্ট মোড দেওয়া হবে।

খাবারের অর্ডার এবং পেমেন্ট সম্পূর্ণ করার পর, গ্রাহক চ্যাটবটের মাধ্যমেই নিজের অর্ডার ট্র্যাক করতে পারেন।

ট্রেনটি নির্বাচিত স্টেশনে পৌঁছানোর পর Zoop তাঁকে খাবার পৌঁছে দেবে।

বর্তমানে বিজয়ওয়াড়া, বরোদা, মোরাদাবাদ, ওয়ারাঙ্গল ছাড়াও দীনদয়াল উপাধ্যায়, কানপুর, আগ্রা ক্যান্ট, টুন্ডলা জংশন, বলহারশাহ জংশন সহ ১০০টির বেশি স্টেশনে চালু হয়েছে এই পরিষেবা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে রয়েছে কী কী ‘কাঁটা’?
FacebookWhatsAppEmailShare
হ্যাক হল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল
FacebookWhatsAppEmailShare
নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare