বাংলা বিভাগে ফিরে যান

বাংলায় দুর্গোৎসবের খরচ বাড়িয়ে দিয়েছে গুজরাত

আগস্ট 26, 2022 | < 1 min read

Image Source- Lifestyle ASIA

বাংলায় প্রতিমা তৈরির অনেক কাঁচামাল, সরঞ্জাম আসে প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাত থেকে। নানা কারণে সেখানে ওইসব কাঁচামালের দাম অনেক বেড়ে গিয়েছে। এর প্রভাবে বাংলায় পুজোর খরচ অনেকটাই বাড়ছে।

প্রতিমার খড়ের কাঠামো বাঁধার জন্য অপরিহার্য পাটের তৈরি সুতলি দড়ি।তবে, এই দড়ি–সহ প্রতিমা তৈরির বিভিন্ন সরঞ্জাম যোগান দিতে এবার কালঘাম ছুটছে কুমোরটুলির মৃৎশিল্পীদের (Durgapuja 2022)। আচমকা প্রায় দ্বিগুণ হয়ে গেছে এই দড়ির দাম। এই দড়ি আসে গুজরাতের (Gujrat) সুরাত থেকে। সুতলি ছাড়া অন্য কোনও দড়ি দিয়ে কাঠামো বাঁধার উপায় নেই তাই বেশি দাম দিয়েই কিনতে হচ্ছে।

প্রতিমা তৈরিতে ১-১০ মিলিমিটারের পাটের দড়ি লাগে। গত বছর এক রিল দড়ির দাম ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। এবছর একধাক্কায় যার দাম হয়েছে ২৫০ টাকা।

গত বছর খড়ের বান্ডিল ছিল ১৫০ টাকা। এবছর তা বেড়ে হয়েছে ৩৫০ টাকা অর্থাৎ প্রায় দ্বিগুণ। মেদিনীপুর থেক বাগবাজার ঘাটে নৌকোয় আসে খড়। নিয়ে আসার খরচ বাড়ার জন্যই খড়ের দাম বেড়েছে।

জাঁকন, গড় ও মারের বাঁশ—প্রতিমা তৈরিতে মূলত এই তিন রকম বাঁশ লাগে। গত বছর বাঁশের দাম ছিল ১২০ টাকা। এবছর মুর্শিদাবাদের ভালো বাঁশের দাম বেড়ে হয়েছে ২৪০ টাকা।

প্রতিমা তৈরির আরও একটি অপরিহার্য উপকরণ হল আঠা, গতবছর যার দাম ছিল ১৭০ টাকা কেজি, এবছর বেড়ে হয়েছে ৪০০ টাকা কেজি।

উলুবেড়িয়ার এক নৌকো মাটির দাম ২০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫০০ টাকা।

রঙিন কাগজের ৪০০ টাকার বান্ডিল এখনও প্রায় ৭০০ টাকা ছুঁই ছুঁই। কাগজের বোর্ড ৭০০না টাকা থেকে বেড়ে হয়েছে ১৩০০ টাকা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare