খেলাধুলা বিভাগে ফিরে যান

মরশুমের কলকাতা ডার্বি সম্ভবত যুবভারতীতেই

আগস্ট 13, 2022 | < 1 min read

পুলিশ অনুমতি দিলে যুবভারতীতে ১০০% দর্শক নিয়েই হবে মরশুমের প্রথম ডার্বি। আগামী ১৬ আগস্ট মহমেডান-এফসি গোয়া ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবছরের ডুরান্ড কাপ। এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিক অফ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট।

তবে উপরি পাওনা রাষ্ট্রপতির উপস্থিতি। ১৮ অগস্ট ফাইনালের দিন আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে।

অনলাইনে টিকিট ইতিমধ্যেই শেষ। তবে বড় ম্যাচের টিকিট পাওয়া যাবে কলকাতার তিন প্রধান এবং যুবভারতীর বক্স অফিস থেকে। ম্যাচের আগের দিন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। বড় ম্যাচের টিকিট পাওয়া যাবে ২২ আগস্ট থেকে।

২০টি দল নিয়ে হবে ডুরান্ড কাপ (এর মধ্যে আইএসএলের ১১টি দল, আই লিগের ৫টি দল এবং আর্মির ৪টি)। মোট ৪৭টি ম্যাচ হবে, তার মধ্যে ২৭টি ম্যাচই হবে কলকাতায়। যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল হবে যুবভারতীতে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আইএসএলের প্রথম ডার্বি, একজোট ঘটি-বাঙাল
FacebookWhatsAppEmailShare
আইপিএলে চাকরি হারালেন সৌরভ গঙ্গোপাধ্যায়
FacebookWhatsAppEmailShare
চোট-বিধ্বস্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয়ের আশায় ভারত
FacebookWhatsAppEmailShare