দেশ বিভাগে ফিরে যান

এবার কি গুজরাটের মুখ্যমন্ত্রী অমিত শাহ?

আগস্ট 10, 2022 | < 1 min read

আসন্ন গুজরাত বিধানসভা ভোট নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বিজেপি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রত্যক্ষভাবে গুজরাতের রাজনীতি থেকে দিল্লি চলে আসায় গুজরাত বিজেপিতে শক্তিশালী মুখের অভাব দেখা দিয়েছে।

গোষ্ঠীকোন্দলের জেরে ২০১৪ সালের পর থেকে দফায় দফায় মুখ্যমন্ত্রী বদল হয়েছে গুজরাতে।

এই পরিস্থিতিতে কোনোরকম রিস্ক না নিয়ে অমিত শাহকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রজেক্ট করার চিন্তা-ভাবনা করছে গুজরাত বিজেপি।

গোষ্ঠীকোন্দলের পাশাপাশি আম আদমি পার্টির অতি সক্রিয়তা যথেষ্ট চিন্তায় ফেলেছে তাদের। কংগ্রেসের দুর্বলতার সুযোগ নিয়ে দিল্লি, পাঞ্জাবের পর গুজরাতে পা রাখার টার্গেট নিয়েছেন অরবিন্দ কেজিরওয়াল।

কিন্তু জাতীয় রাজনীতির আঙ্গিনা থেকে অমিত শাহ কি আদৌ রাজ্যে ফিরতে চাইবেন, এই প্রশ্ন ঘিরেই জল্পনা তৈরি হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare