খবর বিভাগে ফিরে যান

দোতলা হবে হাওড়া ও কলকাতা রেল স্টেশন

আগস্ট 2, 2022 | < 1 min read

ভোল বদলে যাচ্ছে হাওড়া ও কলকাতা স্টেশনের। এবার বিমানবন্দরের ধাঁচে হবে তৈরি হবে এই দুই স্টেশন। প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হবে।

হাওড়া স্টেশনটি দু’টি তলে ভাগ করা হবে। দোতলার সঙ্গে স্টেশনের চতুর্দিকে যোগাযোগ রাখার জন্য তৈরি হবে একাধিক উড়ালপুল। স্টেশনের সামনে ও পেছনে বঙ্কিম সেতুর সঙ্গে সংযুক্ত করা হবে উড়ালপুলগুলিকে। স্টেশনের দোতলায় থাকবে লাউঞ্জ, বিনোদনের জায়গা, বিভিন্ন শপিং মল থেকে শুরু করে প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটার জায়গা। ট্রেন প্ল্যাটফর্মে প্লেস করলে যাত্রীরা সেখান থেকে একতলায় নেমে গিয়ে ট্রেন ধরবেন।

ঝাঁ চকচকে সাবওয়েতে ওঠা নমার জন্য থাকবে লিফট ও এসকেলেটর। পুরনো স্টেশন থেকে নতুন স্টেশনে যাতায়াতকারী গঙ্গার ধারের রাস্তাটি দু’টি ভাগে হবে। নিচ দিয়ে যাত্রীরা পায়ে হেঁটে চলাচল করবে। উড়াল পুল দিয়ে চলাচল করবে গাড়ি।

কলকাতা স্টেশনও দোতলা হবে।যাত্রীরা যাতে সরাসরি দোতলায় পৌঁছতে পারে সেজন্য দক্ষিণদাঁড়ির দিকে অ্যাপ্রোচ রোড তৈরি করা হবে। ক্যানাল রোডের দিকে ফুট ওভারব্রিজও তৈরি হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অষ্টমীর খিচুড়ি এবার রাঁধুন ভারতের অন্য রাজ্যের কায়দায়
FacebookWhatsAppEmailShare
দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare