বাংলা বিভাগে ফিরে যান

ত্রাণ বিলিতে অনিয়ম রুখতে সাবধানী বাংলা সরকার

জুন 30, 2022 | < 1 min read

দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, তাই ত্রাণ নিয়ে তৎপর বাংলা সরকার।


মুখ্যমন্ত্রীর নির্দেশ, ভালো করে পরীক্ষা না-করে কোনও ত্রাণসামগ্রী বিলি করা যাবে না।


ত্রিপল, জামা-কাপড়, কম্বল, চাদর, শুকনো খাবার— বর্ষার আগে যে সব ত্রাণসামগ্রী কেনা হচ্ছে, সেগুলির গুণগত মান যাচাই করার জন্য আগামী তিন বছরের জন্য কোনও স্বীকৃত সংস্থাকে দায়িত্ব দিতে চায় সরকার।

ত্রাণের জন্য কেনা জিনিসের মান, রং সবই আগে থেকে ঠিক করে দিয়েছে সরকার।
যে ধুতি কেনা হবে, তার রং যেন লাল না হয়। বর্ডারে ‘বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর- পঃ বঃ সরকার’ কথাটি লেখা থাকবে।


ত্রাণের জন্য শুধুমাত্র হস্তচালিত তাঁতের শাড়ি কেনা হবে। গত তিন বছরে প্রায় ১২২ কোটি টাকার পোশাক কিনেছে সরকার। আগামী তিন বছরের জন্য পোশাক মজুত করার কাজও শুরু হয়ে গেছে। প্রথম ধাপে প্রায় ৪৫ কোটি টাকার পোশাক কেনা হবে। পূর্ব তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে, দুর্গত মানুষদের ত্রাণ যাতে কোনও ভাবেই বেহাত না হয়, তাই আগাম সতর্ক করা হয়েছে জেলা প্রশাসনকেও।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare