পার্বণ বিভাগে ফিরে যান

কলকাতার ইস্কন মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখুন

জুন 30, 2022 | < 1 min read

ইস্কনের এই রথ তৈরি করেছিলেন গ্যারি উইলিয়াম রবার্ট তথা মায়েশ্বর প্রভু।

কলকাতার অসমান রাস্তা, এবড়োখেবড়ো ট্রামলাইন পাড় করে রথ চালানো ছিল একটা কঠিন চ্যালেঞ্জ।

১৯৭৮ সালে রথের কলকব্জা বিগড়ে গেছিলো, তখন রথ টানতে ক্রেন পাঠিয়েছিল কলকাতা পুলিশ।

পুরীর আদলে তৈরি হলেও কলকাতার রথের বিশেষত্ব হল বলরামের রথ তালধ্বজই সব থেকে উঁচু, ৩৮ ফুট। জগন্নাথের নন্দীঘোষ এর উচ্চতা ৩৬ ফুট, সুভদ্রার দর্পদলন হল ৩৪ ফুট।

তবে কোলাপসিবল রথধ্বজার চমৎকারিতা দেখে তাজ্জব বনেছে কলকাতাবাসী । মাথার উপরে গাছের বেয়াড়া ডাল বা ট্রামলাইনের তার দেখলে তা চট করে মাথা নিচু করে আবার একটু বাদেই নিরাপদ অবস্থায় মাথা উচুঁ করে নিচ্ছে।

আগামী ১লা জুলাই রথ। পুরী না যেতে পারলে এবার কলকাতার ইস্কন মন্দিরে এসে জগন্নাথ দর্শন করে যেতে পারেন, মন্দ লাগবেনা

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লক্ষ্মী পুজোয় ফল, সবজির দামে মধ্যবিত্তের হাতে ছ্যাঁকা লাগার জোগাড়
FacebookWhatsAppEmailShare
হাওড়ার এই গ্রামে দুর্গাপুজোর থেকেও বেশি ধুমধাম লক্ষ্মীপুজোয়
FacebookWhatsAppEmailShare
সপ্তমীতে নবপত্রিকা স্নান, এই নবপত্রিকাই কি আসলে কলাবউ?
FacebookWhatsAppEmailShare