পার্বণ বিভাগে ফিরে যান

পুরীর রথযাত্রার কিছু অজানা তথ্য

জুন 30, 2022 | < 1 min read

সনাতন ধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা (Rath Yatra)। ভারতের ওড়িশা ও বাংলায় মূলত এই উৎসব পালন করা হয়।

পঞ্জিকা মতে এই বছরের রথযাত্রার সময়সূচি (Rath Yatra 2022 Date & Time)

রথযাত্রা – ১ জুলাই (১০ আষাঢ়), শুক্রবার।

উল্টো রথযাত্রা (পুনর্যাত্রা) – ৯ জুলাই (১৮ আষাঢ়), শনিবার।

পুরীর রথের কিছু অজানা তথ্য

  • স্নান যাত্রার পর নিভৃতবাস থেকে বেড়িয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে বলরাম ও সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথদেব। ৭ দিন পরে তাঁরা যখন ফিরে আসেন, তাকেই বলা হয় উল্টো রথ বা পূর্ণ যাত্রা।
  • রথে ৩ ভাইবোন ছাড়াও তাঁদের সঙ্গে সহযাত্রী হিসেবে থাকেন অন্যান্য দেব-দেবী। জগন্নাথের সঙ্গে থাকেন মদনমোহন, বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ এবং শুভদ্রার সঙ্গে থাকেন সুদর্শনা।
  • ফাসি, ভাউনরা, আসানা মূলত এই তিন ধরনে কাঠ দিয়ে রথ নির্মাণ হয়। পুরীর রথ নির্মাণে ১,১০০ বড় কাঠের প্রয়োজন হয়। যা ১২ ধরনের কাঠ থেকে আসে এবং সেখান থেকেই ৮ ফুটের বিশেষ ৮৬৫ টি গুঁড়ি বেছে নেওয়া হয়।
  • জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথটির নাম তলধ্বজ এবং শুভদ্রার রথের নাম দর্পদলন।
  • তিনটি রথের চাকার সংখ্যাও আলাদা। জগন্নাথের রথে ১৬ টি চাকা, বলরামের রথে ১৪ টি এবং শুভদ্রার রথের ১২ টি চাকা থাকে।
  • জগন্নাথ,বলরাম ও শুভদ্রার তিনটি রথের সারথীর নাম মাতালি, দাঁড়ুকা ও অর্জুন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লক্ষ্মী পুজোয় ফল, সবজির দামে মধ্যবিত্তের হাতে ছ্যাঁকা লাগার জোগাড়
FacebookWhatsAppEmailShare
হাওড়ার এই গ্রামে দুর্গাপুজোর থেকেও বেশি ধুমধাম লক্ষ্মীপুজোয়
FacebookWhatsAppEmailShare
সপ্তমীতে নবপত্রিকা স্নান, এই নবপত্রিকাই কি আসলে কলাবউ?
FacebookWhatsAppEmailShare