বাংলা বিভাগে ফিরে যান

ব্যস্ত সময় পার হলেই বুকিং নিচ্ছে না অ্যাপ ক্যাব

জুন 18, 2022 | < 1 min read

এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করার চেয়ে মোবাইলে অ্যাপ ক্যাব বুকিংয়েই বেশি স্বচ্ছন্দ্য। কিন্তু ব্যস্ত সময় পার হলেই আর বুকিং নিচ্ছেন না চালকরা। কারণ সেই সময় সারচার্জ চড়ছে না। বেলা ১২টার পর অনেক চালকই মোবাইল বন্ধ করে দিচ্ছেন। বিকেলের পর পিক টাইমে বুকিং চালু করছেন। ফলে দুপুরের দিকে গাড়ির সংখ্যা কমে যাওয়ায় সমস্যায় পড়ছেন যাত্রীরা। সন্ধ্যের দিকে আবার চাহিদা থাকায় ভাড়াও বাড়ছে।


এখন অ্যাপ ক্যাব বুক করলে চালককে গন্তব্য এবং ভাড়া দুই-ই দেখানো হয়। ট্রিপ অ্যাকসেপ্ট করার জন্য সময় দেওয়া হয় সাত সেকেন্ড। ভাড়া ২০০—২৫০ টাকার বেশি নাহলে সেই ট্রিপ চালকরা এগিয়ে যাচ্ছেন। এই গরমেও এসি চালাচ্ছেন না অধিকাংশ চালক। এসবের চক্করে পড়ে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। রাজ্যের তরফে অ্যাপ ক্যাব নিয়ন্ত্রণে গাইডলাইন আনা হয়েছে। যদিও তা এখনও চালু হয়নি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare