দেশ বিভাগে ফিরে যান

নতুন গ্যাস কানেকশন নিতে খরচ প্রায় ৪০০০ টাকা

জুন 16, 2022 | < 1 min read

রান্নার গ্যাস কানেকশন নেওয়ার জন্য উপভোক্তাদের এবার থেকে ১৪.২ কিলোগ্রাম সিলিন্ডারের জন্য ২২০০ টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে৷

আগে দিতে হত ১৪৫০ টাকা৷ এর পাশাপাশি রেগুলেটরের জন্য ২৫০ টাকা, পাসবুকের জন্য ২৫ টাকা, পাইপের জন্য মিনিমাম ২০০ টাকা আলাদা করে দিতে হবে ৷ এর সঙ্গে ১০২৯ টাকা গ্যাসের দাম। অতএব প্রথমবার গ্যাস সিলিন্ডার কানেকশন নিতে গেলে সবমিলিয়ে অঙ্কটা পৌঁছে যাচ্ছে প্রায় ৪০০০ এর কাছাকাছি।

এরপর বাড়তি টাকা দিয়ে কিনতে হবে ওভেন। আর যদি কেউ ডবল সিলিন্ডার নিলে সিকিউরিটি হিসেবেই দিতে হবে ৪৪০০ টাকা ৷ তারপর তো বাকি খরচ রয়েইছে। পাঁচ কিলোগ্রামের সিলিন্ডারের জন্য এবার ৩৫০ টাকা বেশি ডিপোজিট দিতে হবে ৷

আজ থেকে কার্যকর হয়েছে এই নতুন দাম। ইতিমধ্যেই মূল্যবৃদ্ধির জেরে নাকাল সাধারণ মানুষ, এরপর এই বাড়তি খরচে আরও টান পড়বে গরীব, মধ্যবিত্তের পকেটে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare