খেলাধুলা বিভাগে ফিরে যান

৪৪,০৭৫ কোটি টাকায় বিক্রি IPL ম্যাচ দেখানোর স্বত্ব

জুন 14, 2022 | < 1 min read

২০২৩ থেকে ২০২৭, স্টার স্পোর্টস চ্যানেলেই দেখা যাবে আইপিএল। সোনিকে সরিয়ে দিয়ে এই ৫ বছর আইপিএল সম্প্রচারের দায়িত্ব ধরে রাখল ডিজনি স্টার। তবে ডিজিটাল স্বত্ব পেয়েছে রিলায়েন্সের ভায়াকম ১৮। সূত্রের খবর, দ্রুত নতুন অ্যাপ আনছে ওই সংস্থা।
২৩,৫৭৫ কোটি টাকায় টেলিভিশন আর ২০,৫০০ কোটি টাকায় ডিজিটাল স্বত্ব বিক্রি হয়েছে।

মোট সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে ৪৪,০৭৫ কোটি টাকায়। এক্ষেত্রে, টেলিভিশনে ম্যাচ পিছু মূল্য ৫৭.৫ কোটি টাকা আর ডিজিটাল মাধ্যমে ম্যাচ পিছু মূল্য ৪৮ কোটি টাকা। সবমিলিয়ে আইপিএলে প্রতিটি ম্যাচের সম্প্রচার মূল্য ১০৫ কোটি টাকা করে। এই সংখ্যাটি গোটা বিশ্বের খেলাধুলোর পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে রয়েছে আমেরিকার রাগবি লিগ এনএফএল, তাদের ক্ষেত্রে এই সংখ্যাটা ২৭৪ কোটি টাকা। সম্প্রতি আইপিএল টেক্কা দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগকেও, ইপিএলের ম্যাচ পিছু মূল্য প্রায় ৮৯ কোটি টাকা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আইএসএলের প্রথম ডার্বি, একজোট ঘটি-বাঙাল
FacebookWhatsAppEmailShare
আইপিএলে চাকরি হারালেন সৌরভ গঙ্গোপাধ্যায়
FacebookWhatsAppEmailShare
চোট-বিধ্বস্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয়ের আশায় ভারত
FacebookWhatsAppEmailShare