বাংলা বিভাগে ফিরে যান

বাংলায় সংক্রমণ বাড়ছে, পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আশঙ্কায় ডাক্তাররা

জুন 7, 2022 | < 1 min read

কলকাতায় ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ।

কলকাতায় দৈনিক করোনা সংক্রমণের হার ১৯শে এপ্রিল শূন্য ছিলো। কিন্তু সেই সময় থেকেই ডাক্তাররা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এই সুখ ক্ষণস্থায়ী হতে পারে। সেই আশঙ্কাকেই সত্যি করে শহরে রবিবার ২০ জুন ও সোমবার, ৬ই জুন, আক্রান্ত হয়েছেন ৫৩ জন।

এটা শুধু কলকাতা না, দেশের বিভিন্ন প্রান্তে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও কলকাতার পরিস্থিতি উদ্বেগজনক না হলেও কোভিডের তৃতীয় ঢেউ শেষ হয়ে যাওয়ার পর ৯০% মানুষ মাস্ক না পরে ঘুরে বেড়াচ্ছেন।

স্কুল, কলেজ, শুরু হয়ে গেছে। আন্দোলন-বিক্ষোভ চলছে। দেদার চলছে বিয়ে অন্নপ্রাশন সহ সবরকম জমায়েত। কোনো জায়গাতেই মানা হচ্ছেনা কোভিড বিধি। এজন্য সরকারের কঠোর মনোভাব ও পদক্ষেপ চাইছে চিকিৎসক-মহল।

বিগত এক মাসের পরিসংখ্যানে জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। অধিকাংশই বুস্টার ডোজ নেয়নি। জুলাই-আগস্টে দেশে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। তারা জানাচ্ছেন, দূরত্ব ও অন্যান্য করোনা বিধি না মেনে চললে এই দুঃস্বপ্ন আবার সত্যি হতে পারে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে করা মামলার দ্রুত শুনানি নয়, অবকাশকালীন বেঞ্চে যেতে বলল কোর্ট
FacebookWhatsAppEmailShare