খেলাধুলা বিভাগে ফিরে যান

আজ মুখোমুখি কলকাতা আর পাঞ্জাব

এপ্রিল 1, 2022 | < 1 min read

এখনো অবধি আইপিএলে ২৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে কলকাতা জয়লাভ করেছে ১৯ টি তে। আর পাঞ্জাবের হাতে এসেছে মাত্র ১০টি জয়।

এই ১৯ টি জয়ের মধ্যে অন্যতম ২০১৪ র ফাইনালের জয় যার মাধ্যমে কলকাতা দ্বিতীয়বারের জন্য শিরোপা পেয়েছিল।

ফাইনালে একদিকে যেমন ছিল ঋধিমানের ১১৫ রানের ঝোড়ো ইনিংস অন্যদিকে কলকাতার হয়ে মনীশের ম্যাচ উইনিং ৯৫।

আর কফিনের শেষ পেরেক পুঁতেছিলেন পীযুষ চাওলা ম্যাচের শেষ ওভারে।

যদিও এরা কেউই এই দুই দলের অংশ নয় এখন তবুও এই দলের কাছে ২০১৪ র ফাইনালের স্মৃতি আজকেও উজ্জ্বল।

দুই দলের লড়াইয়ে সর্বাধিক রান করেছেন কলকতার সবথেকে সফল অধিনায়ক গৌতম গম্ভীর (৪৯২) এবং সবথেকে বেশি উইকেট নিয়েছেন সুনীল নারিন (৩১)

সুতরাং সবদিক থেকেই ফেভারিট কলকাতা

কিন্তু মরসুমের প্রথম ম্যাচে পাঞ্জাবের ২০০ রান তাড়া করে জয় ও গতবারের শেষ ম্যাচে কলকাতার বিরুদ্ধে তাদের ৫ উইকেটের জয় কিন্তু তাদের মনবলকেও চাঙ্গা রাখবে

আজ চোখ রাখুন টিভির পর্দায় আজ সন্ধ্যা ৭.৩০ টায়, দেখা যাক নতুন দুই অধিনায়কদের মধ্যে ওয়াংখেড়েতে কে হাসবে শেষ হাসি

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আইএসএলের প্রথম ডার্বি, একজোট ঘটি-বাঙাল
FacebookWhatsAppEmailShare
আইপিএলে চাকরি হারালেন সৌরভ গঙ্গোপাধ্যায়
FacebookWhatsAppEmailShare
চোট-বিধ্বস্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয়ের আশায় ভারত
FacebookWhatsAppEmailShare