বিনোদন বিভাগে ফিরে যান

দেখে নিন অস্কার পুরষ্কার ২০২২ -এর পুরো তালিকা

মার্চ 28, 2022 | < 1 min read

এ বছরে ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের সেরিমনি লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় অস্কার। গত তিন বছরে, অস্কার সঞ্চালক ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। তবে এই বছর অস্কারের অনুষ্ঠান সঞ্চালনা করেন কমেডিয়ান ওয়ান্ডা সাইকস এবং অ্যামি শুমার এবং অভিনেত্রী রেজিনা হল।

সেরা পরিচালক জেন ক্যাম্পিয়ন

তাঁর ছবি ‘‌পাওয়ার অফ দ্য ডগ’‌-এর জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।

সেরা সিনেমার তকমা দেওয়া হয় ‘‌কোডা’‌কে

দ্য আইস অফ চ্যামি ফাই-ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন জেসিকা চ্যাস্টেইন।

রেইনাল্ডো মার্কাস গ্রিনরে সিনেমা কিং রিচার্ডের জন্য সেরা অভিনেতা হিসাবে অস্কার জিতে নেন উইল স্মিথ।

সেরা পার্শ্ব অভিনেত্রী – আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)

এবার অস্কারে নজর কাড়ল হলিউডের ফিল্ম ‘ডুন’। সেরা সম্পাদনা, সেরা অরিজিনাল স্কোর, সেরা ভিজ্যুয়াল এফেক্ট, সেরা সিনেম্যাটোগ্রাফি, সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা শব্দগ্রহণে অস্কার পেল বহুল চর্চিত এই ছবি, যা বহুদিন পর দেখল এবারের অস্কারের মঞ্চ।

সেরা বিদেশি ছবি – ড্রাইভ মাই কার (জাপান)

সেরা তথ্যচিত্র-র শিরোপা পেল পরিচালক আহমির থমসনের ‘সামার অফ সোল’।

উল্লেখ্য, অস্কার ২০২২ -এর সেরা তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল বাঙালি পরিচালক সুস্মিত ঘোষ ও রিন্টু থমাসের ছবি ‘রাইটিং উইথ ফায়ার’। কিন্তু শেষরক্ষা হল না।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লরেন্স বিষ্ণয়ের জীবন নিয়ে তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ
FacebookWhatsAppEmailShare
৩৫ বছর পর ফের টিভিতে ফৌজি, শাহরুখের জায়গায় কোন অভিনেতা?
FacebookWhatsAppEmailShare
প্রয়াত দেবরাজ রায়
FacebookWhatsAppEmailShare