খেলাধুলা বিভাগে ফিরে যান

জাড্ডুর জাদুতে’ জয় কি ছিনিয়ে আনতে পারবে সিএসকে?

মার্চ 27, 2022 | < 1 min read

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে সেভাবে দাগ কাটতে পারলেন না রবীন্দ্র জাদেজ।

শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শুরুতেই ধাক্কা খেয়েছিল চেন্নাই। ফলে অষ্টম ওভারেই ব্যাট করতে আসেন। কিন্তু তাঁকে বেশ নার্ভাস লাগছিল। যা ব্যাটসম্যান জাদেজার ক্ষেত্রে বেশ অবাক হওয়ার মতো বিষয়। যেন বাড়তি দায়িত্বের ভারে নুইয়ে পড়লেন তিনি। সম্ভবত সেই কারণেই যে জাদেজা কেকেআরের বিরুদ্ধে সাধারণত দারুণ খেলেন, তিনি কার্যত টাইমিং পাচ্ছিলেন না।

ফিল্ডিংয়ের সময়ও জাদেজার কৌশল নিয়ে কিছুটা প্রশ্ন আছে। নিজে ১১ তম ওভারে বল করতে আসেন। প্রথমত, রানের পুঁজি এমনিতেই কম। সেক্ষেত্রে আগে তো উইকেট তোলার চেষ্টা করতে হবে। নাহলে কখনওই ম্যাচ জেতা সম্ভব ছিল না। দ্বিতীয়ত, যত ম্যাচ গড়াবে, তত শিশিরের মাত্রা বাড়বে। তাতে তো বল আরও গ্রিপ করতে সমস্যা হবে। সেক্ষেত্রে নিজেকে বড্ড দেরিতে আক্রমণে এনেছেন জাদেজা।

কিন্তু, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এমএস ধোনির মতো কিংবদন্তি অধিনায়কের হাতের ব্যাটন সত্যিই খুব ভারী ঠেকছে জাদেজার। যুদ্ধ এখনো অনেক বাকি। এখন শুধু দেখার, ‘ইনভিন্সিবল’ সিএসকের মূর্তি তিনি ধরে রাখতে পারেন কিনা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আইএসএলের প্রথম ডার্বি, একজোট ঘটি-বাঙাল
FacebookWhatsAppEmailShare
আইপিএলে চাকরি হারালেন সৌরভ গঙ্গোপাধ্যায়
FacebookWhatsAppEmailShare
চোট-বিধ্বস্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয়ের আশায় ভারত
FacebookWhatsAppEmailShare