দেশ বিভাগে ফিরে যান

সরকারি প্রকল্পের জন্য সাধারণ মানুষের কাছেই অনুদান চাইছে বিজেপি

মার্চ 21, 2022 | < 1 min read

প্রকল্পের তালিকায় রয়েছে ‘নমো’ অ্যাপ, ‘স্বচ্ছ ভারত’ ও ‘বেটি বাঁচাও বেটি পড়াও’।
অনুদান হিসেবে দেওয়া যাবে এক হাজার থেকে ৫ হাজার টাকা। নমো অ্যাপে ‘ডোনেশন’ নামে একটি অপশন রয়েছে।

সেখানে কজ ফর ডোনেশন অপশনে ক্লিক করলেই বেশ কয়েকটি বিকল্প আসছে।
তার মধ্যে রয়েছে, স্বচ্ছ ভারত, বেটি বাঁচাও বেটি পড়াও, কিষান সেবা, পার্টি তহবিল ও অন্যান্য। প্রকল্পগুলির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, এভাবে অ্যাপের মাধ্যমে সরকারি কর্মসূচির জন্য টাকা তোলার নিয়ম নেই।


প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে জানতে চাইলে বলা হয়, এই সংক্রান্ত কোনও তথ্য তাদের কাছে নেই। গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই তুমুল জলঘোলা শুরু হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare