দেশ বিভাগে ফিরে যান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে যথেষ্ট চাপে বিজেপি

মার্চ 21, 2022 | < 1 min read

পাঁচ রাজ্যের ভোটের ফলাফলের পর এখন পারদ চড়ছে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে। পাঁচ রাজ্যের ভোটের পর উজ্জীবিত গেরুয়া শিবির জুলাই মাসের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখন থেকেই ঘোরতর টেনশনে। কারণ একটাই, বিধায়ক সংখ্যা।আর সেই কারণেই মরিয়া বিরোধীরা তোড়জোড় করছে জোট গঠনের।

বিরোধীরা জোট বাঁধতে শুরু করলেও এই জোটের বাইরে রয়েছে একমাত্র বিজু জনতা দল এবং ওয়াই এস আর কংগ্রেস এই দুই দলের সমর্থন বিজেপির লাগবেই। কোনওভাবে তারা যদি বেঁকে বসে, জেতা দুষ্কর হবে বিজেপি প্রার্থীর। এই দুই দলকে পাশে পেলেও যে বিজেপির প্রার্থী অনায়াসে জয়ী হবেন, এমন নয়। বস্তুত টানটান এক সমীকরণের উপর দাঁড়িয়ে রয়েছে ইলেকটোরাল কলেজ।

ইলেকটোরাল কলেজ হল রাষ্ট্রপতি নির্বাচনের ভরকেন্দ্র। দেশের বিধায়ক ও সংসদ সদস্যদের ভোট যুক্ত হয়ে তৈরি হয় ইলেকটোরাল কলেজ। সংসদ সদস্য এবং বিধায়কদের প্রতিটি ভোটের একটি নির্দিষ্ট মূল্য আছে। এমপিদের প্রতিটি ভোটের মূল্য ৭০৮। বিধায়কদের ক্ষেত্রে কিন্তু তা নির্দিষ্ট নয়। রাজ্যের জনসংখ্যার উপর ভিত্তি করে নির্ধারিত হয় বিধায়কদের ভোটের মূল্য। যেমন উত্তরপ্রদেশে এটি ২০৮, পশ্চিমবঙ্গে ১৫১।

হিসেব বলছে, বিরোধী ইলেকটোরাল কলেজ একত্র হলে বিজেপি এককভাবে নিজেদের প্রার্থীকে রাষ্ট্রপতি পদে জেতাতে পারবে না। আর সেটা বুঝে বিরোধীদের মধ্যে তৎপরতা তুঙ্গে। মোট প্রদত্ত ভোটের অর্ধেক প্লাস ওয়ান, এই হল গরিষ্ঠতার ম্যাজিক নম্বর।

রাষ্ট্রপতি পদে রামনাথ কোবিন্দের মেয়াদ সমাপ্ত হচ্ছে ২৪ জুলাই। বিজেপি কি তাঁকেই ফের প্রার্থী করবে? নাকি উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে দেওয়া হবে প্রার্থীপদ? এই নিয়ে জল্পনা চলছে। বিরোধী জোট চাইছে এমন কাউকে প্রার্থী করতে, যিনি সর্বজনগ্রাহ্য।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare