খবর বিভাগে ফিরে যান

দাম বাড়তে চলেছে চা-কফি এবং ম্যাগির

মার্চ 16, 2022 | < 1 min read

সূত্রের খবর, নেসলে ইন্ডিয়া ম্যাগি নুডলস, দুধ এবং কফি পাউডারেরও দাম বাড়িয়েছে।
ম্যাগি মশলা নুডলস ৭০ গ্রাম এর দাম আগে ১২ টাকা ছিল, এবার তা ১৪ টাকা হবে। অন্যদিকে, ম্যাগি মশলা নুডলস এর ১৪০ গ্রাম এর দাম ৩ টাকা বা ১২.৫ শতাংশ বাড়ানো হয়েছে।


এছাড়াও ৫৬০ গ্রাম প্যাকের দাম হবে ১০৫ টাকা, আগে ছিল ৯৬ টাকা। অর্থাৎ, দাম প্রায় ৯.৪ শতাংশ বেড়েছে। নেসলে মিল্ক-এর ১ লিটার কার্টনের দাম ৭৫ টাকা থেকে বেড়ে দাম হতে চলেছে ৭৮ টাকা। নেসক্যাফে ক্লাসিক ২৫ গ্রাম প্যাকের দাম ২.৫ শতাংশ বেড়ে ৭৮ টাকা থেকে ৮০ টাকা হচ্ছে।


আর ৫০ গ্রাম প্যাকের দাম ১৪৫ টাকা থেকে ৩.৪ শতাংশ বেড়ে ১৫০ টাকা হয়েছে।
এদিকে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড তার চা এবং কফি পাউডার রেঞ্জের দাম বাড়িয়েছে। ব্রু এর কফি তিন থেকে সাত শতাংশ বৃদ্ধি পাবে। তাজমহল চায়ের প্যাকের দামও বাড়ছে নেসক্যাফের মতোই। সব মিলিয়ে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ক্রমশ গভীর হচ্ছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অষ্টমীর খিচুড়ি এবার রাঁধুন ভারতের অন্য রাজ্যের কায়দায়
FacebookWhatsAppEmailShare
দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare