বাংলা বিভাগে ফিরে যান

মশা দমনে পুরসভার পদক্ষেপ

মার্চ 12, 2022 | < 1 min read

রাজ্যজুড়ে অস্থায়ী ভাবে ১.১৩ লক্ষ ভেক্টর কন্ট্রোল কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে শহরের জন্য ৫৫,৮২২ জন এবং গ্রামে ৫৭,৪৫৭ জন। শহরে মূলত নির্মীয়মাণ আবাসনগুলিতে নিয়মিত নজরদারির পাশাপাশি ড্রোন উড়িয়ে কোথাও জল জমে রয়েছে কি না, তা দেখা হবে। জল জমার নজির দেখা গেলেই আইনি পদক্ষেপ করা হবে।
বাড়ি-বাড়ি স্বাস্থ্য সমীক্ষাও চালানো হবে নিয়মিত।


পুর ক্লিনিকে যাতে নিয়মিত ম্যালেরিয়া-ডেঙ্গি টেস্ট হবে। ৩০০ বাড়ি পিছু তিন জন ভেক্টর কন্ট্রোল কর্মী নিয়োগ করতে হবে। মার্চ থেকেই সপ্তাহে পাঁচ দিন এই কর্মীরা নজরদারি চালাবেন। স্বাস্থ্য দপ্তরের অধীন ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিস কর্পোরেশন পুরসভা ও পঞ্চায়েতগুলিকে কীটনাশক সরবরাহ করবে। এ জন্য নির্দিষ্ট অ্যাপ তৈরি হবে।


কোন পুরসভার কত কীটনাশক দরকার, ওই অ্যাপে তা জানালেই হবে। নভেম্বরের মধ্যে প্রতি বাড়িতে অন্তত ১০ বার ভেক্টর কন্ট্রোল কর্মীরা সমীক্ষা করবেন বলে লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ব্যালটে ভাঁড়ে মা ভবানী, বামেদের ভরসা নারায়ণ-শ্রীলেখা
FacebookWhatsAppEmailShare
উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
FacebookWhatsAppEmailShare