বাংলা বিভাগে ফিরে যান

বাংলার অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন বন্ধ

মার্চ 10, 2022 | < 1 min read

কোষাগারে টানের জেরে রাজ্যের শিক্ষকদের পেনশন বন্ধ করল রাজ্য সরকার, সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে। বিগত ছয় মাসে যে শিক্ষকরা অবসর নিয়েছেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি পেনশন। পেনশনের পাশাপাশি শিক্ষকদের গ্র‍্যাচুয়িটিও বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।


অবসরপ্রাপ্ত শিক্ষকদের অভিযোগ, পেনশন অফিসে গিয়ে কোনও জবাব পাওয়া যায় না। সরকারি কর্মীরা শুধু নাকি শুধু বলেন, ‘দেরি হবে।’ এই পরিস্থিতিতে সল্টলেকের পুর্ত ভবনে প্রায় রোজই হাজির হচ্ছেন অবসপ্রাপ্ত শিক্ষকরা। অবসর নেওয়ার পর সব নথি পত্র জমা দিয়ে পেনশনের অনুমোদন পেলেও অ্যাকাউন্টে ঢোকে না টাকা। কবে ফের পেনশন চালু হতে পারে, সেই নিয়ে অবশ্য রাজ্য সরকারের কোনও বক্তব্য নেই।
এই আবহে চরম সংকটে দিন কাটছে শিক্ষকদের।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ব্যালটে ভাঁড়ে মা ভবানী, বামেদের ভরসা নারায়ণ-শ্রীলেখা
FacebookWhatsAppEmailShare
উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
FacebookWhatsAppEmailShare