দেশ বিভাগে ফিরে যান

ইউক্রেনে ডাক্তারি পড়ুয়াদের কটাক্ষ প্রহ্লাদ জোশীর

মার্চ 3, 2022 | < 1 min read

প্রহ্লাদ জোশী বলেছেন, যারা বিদেশে পড়তে যান, তাদের ৯০% দেশের পরীক্ষায় ফেল করেন। কেন ভারতের ছেলেমেয়েদের বিদেশে ডাক্তারি পড়তে যেতে হচ্ছে, সে প্রশ্নের জবাব অবশ্য মন্ত্রী দিতে চাননি। সরকারি হিসেব অনুযায়ী, এই মূহূর্তে ইউক্রেনে ভারতের ১৮,০৯৫ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছেন। ইউক্রেনে পড়তে যাওয়া বিদেশি ছাত্রছাত্রীদের মধ্যে চার ভাগের এক ভাগই ভারতীয়। কেন এত বিপুল সংখ্যক ছেলেমেয়ে ইউক্রেনে পড়তে যাচ্ছেন?

অভিভাবকদের মতে, এদেশে যথেষ্ট সংখ্যক মেডিক্যাল কলেজ নেই। এখানে বেসরকারি কলেজেও ডাক্তারি পড়তে ৮০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। অথচ ইউক্রেনে খরচ ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা । তাছাড়া এ দেশের মতো ইউক্রেনে কোনও প্রবেশিকা পরীক্ষায় বসতে হয় না।

ইউক্রেনের সঙ্কটের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেসরকারি ক্ষেত্রকে এগিয়ে এসে আরও মেডিক্যাল কলেজ তৈরির কথা বলেছিলেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এতে কোনও সমস্যার সমাধান হবে না। কারণ, বেসরকারি কলেজগুলি বিপুল অঙ্কের ফি আদায় করবে। ফলে পড়ুয়ারা কম খরচে বিদেশেই পড়তে যাবেন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare