দেশ বিভাগে ফিরে যান

জে পি নড্ডার অ্যাকাউন্ট হ্যাক

ফেব্রুয়ারি 27, 2022 | < 1 min read

আজ সকাল দশটার কিছু পরে জেপি নড্ডার অ্যাকাউন্ট থেকে টুইট করে লেখা হয়, ‘রাশিয়ার জনগণের পাশে দাঁড়ান। এখন ক্রিপ্টোকারেন্সি দান গ্রহণ করা হচ্ছে। বিটকয়েন এবং ইথেরিয়াম।’

এরপর আবার হিন্দিতে লেখা হয়, ‘ইউক্রেনের মানুষের পাশে দাঁড়ান।’ এবং এই টুইট বার্তাটি ‘পিন’ করে দেওয়া হয়।

এরপর আরও এক টুইট বার্তায় লেখা হয়, ‘দুঃখিত আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এখানে রাশিয়াকে দান করার জন্য অনুদান গ্রহণ করা হচ্ছে। কারণ তাদের সাহায্যের প্রয়োজন।’

কিছুক্ষণেই টুইটগুলি ডিলিট করা হয়। এরপর ফের একটি টুইট করা হয়, ‘ব়্যান বাই #আইসিজি’।

এদিকে এর আগে আরও কয়েকটি টুইটে লেখা হয়, ‘আমার অ্যাকাউন্ট হ্যাক হয়নি। ইউক্রেনের পাশে দাঁড়ান। আপনাদের পাঠানো অনুদান ইউক্রেন সরকারকে পাঠানো হবে।’

এই ঘটনা প্রসঙ্গে বিজেপি সূত্রে বলা হয়, ‘কিছুক্ষণের জন্য বিজেপির জাতীয় সভাপতির অ্যাকাউন্টে হ্যাক করা হয়েছে। এটি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সঠিক কারণ জানার জন্য আমরা টুইটার কর্তৃপক্ষের সাথে কথা বলছি।’

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে অংশ না নিয়ে ইতিমধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেছে ভারত।

তারপর বিজেপি সভাপতির অ্যাকাউন্ট থেকে এই টুইট হওয়ার ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare