খবর বিভাগে ফিরে যান

রাশিয়া ইউক্রেন সংঘাতে টান পড়বে মধ্যবিত্ত বাঙালি হেঁসেলে

ফেব্রুয়ারি 26, 2022 | < 1 min read

এই যুদ্ধের প্রভাবস্বরূপ দাম বাড়ছে একাধিক ভোগ্যপণ্যের। সানফ্লাওয়ার তেল এবং সয়াবিন তেল তৈরির কাঁচামালের ৭০% ইউক্রেন থেকে এদেশে আমদানি করা হয়। ফলে যুদ্ধের সরাসরি প্রভাব পড়তে চলেছে কাঁচামাল আমদানির ক্ষেত্রে।

শুধু ভোজ্য তেলই নয়, দাম বাড়তে চলেছে গম, সাবু এবং বার্লিরও। কারণ গম রফতানিতে রাশিয়ার স্থান বিশ্বে প্রথম এবং ইউক্রেন চতুর্থ। অন্যদিকে সারা বিশ্বের অধিকাংশ বার্লি রফতানি হয় ইউক্রেন থেকে। ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে গোটা বিশ্বেই খাদ্য দ্রব্যের দাম বাড়তে চলেছে।

তাছাড়া বিশেষজ্ঞদের আশঙ্কা, এই যুদ্ধের জেরে সিএনজি, পিএনজি-র মতো জ্বালানির দামও অনেকটাই বাড়তে পারে ৷ ফলে ফের দাম বাড়তে চলেছে পেট্রোল- ডিজেলের। যুদ্ধ শুরুর পর দিনই লাফিয়ে লাফিয়ে বাড়ে সোনার দাম। ভারতের শেয়ার বাজারেও নামে ধস। কলকাতায় রেকর্ড বাড়ে সোনার বিক্রয়মূল্য৷ সবমিলিয়ে যুদ্ধ আবহে ভারতের ১৭ হাজার কোটি ক্ষতির আশঙ্কা রয়েছে, পাশাপাশি বন্ধ হতে পারে রফতানিও।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অষ্টমীর খিচুড়ি এবার রাঁধুন ভারতের অন্য রাজ্যের কায়দায়
FacebookWhatsAppEmailShare
দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare