দেশ বিভাগে ফিরে যান

টিকাকেন্দ্রে না গিয়েই সংশোধন করা যাবে করোনার শংসাপত্র

ফেব্রুয়ারি 26, 2022 | < 1 min read

রেজিস্টার্ড ফোন নম্বর এবং ওটিপি নিয়ে কো-উইন অ্যাপে লগ ইন করে যে কেউ সংশোধন করতে পারবেন নিজের সার্টিফিকেট। মোবাইল নম্বর এবং ওটিপি দিয়ে নিজের পেজ খুলতে হবে। স্ক্রিনের উপরে বাঁ দিকে ‘রেইজ অ্যান্ড ইস্যু’ লেখা চিহ্ন আসবে।
সেখানে ক্লিক করলে খুলবে ছ’টি অপশন। –


১) উপভোক্তার নাম, বয়স, লিঙ্গ ও সচিত্র পরিচয়পত্র সংক্রান্ত তথ্য সংশোধন করা যাবে।

২) দু’টি আলাদা ফোন নম্বর দেওয়ায়, দু’টি একই নামে অন্য সার্টিফিকেট তৈরি হলে, দু’টিকে মিলিয়ে দেওয়া বা ‘মার্জ’ করা যাবে।

৩) সার্টিফিকেটে পাসপোর্ট সংক্রান্ত তথ্য যুক্ত করা যাবে।

৪) নিজের কো-উইন অ্যাকাউন্টে রহস্যময় ব্যক্তির অস্তিত্ব আঁচ করলে রিপোর্ট করা যাবে।

৫) মোবাইল নম্বর পাল্টালে নতুন নম্বরে শংসাপত্রের নথিভূক্তিকরণ করার ব্যবস্থা আছে।

৬) দু’টি ডোজ নেওয়ার পর তথ্য অসম্পূর্ণ দেখালে রিজেনারেট সার্টিফিকেট অপশনে গেলে সঠিক সার্টিফিকেট মিলবে।

৭) আগের নম্বরে টিকাকরণ সংক্রান্ত কোনও তথ্য বাদ দেওয়ার প্রয়োজন থাকলে, সেটি করাও সম্ভব হবে।

এরপরও সমস্যা না মিটলে সিএমওএইচ অফিস বা স্বাস্থ্যভবনে অভিযোগ জানানো যেতে পারে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare