দেশ বিভাগে ফিরে যান

কোভিড ছড়িয়েছে পরিযায়ীরা, সংসদে বললেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি 10, 2022 | < 1 min read

সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাবে করোনা ছড়ানোর জন্য পরিযায়ীদের দায়ী করেছেন, তার তীব্র প্রতিবাদ জানাল পরিযায়ী শ্রমিকদের সংগঠন।

মোদী সংসদে বলেছেন, পরিযায়ীরা ফিরে যাওয়ায় অন্য রাজ্যেও করোনা ছড়িয়েছিল। অথচ, কয়েক ঘণ্টার নোটিসে লকডাউন ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। হাজার হাজার শ্রমিক কাজ হারিয়ে বিভিন্ন শহরে আটকে পড়েছিলেন, মাথায় ছাদ ছিল না। পথে মৃত্যু হয় ২৫০ জনেরও বেশি শ্রমিকের। মালগাড়ির চাকায় ছিন্নভিন্ন হয়েছিলেন ১৮ জন। তখন সরকার কি করছিলো?

এতো কিছুর পর ও কেন্দ্রীয় বাজেটে পরিযায়ী শ্রমিকদের জন্য কোনও সহায়তার ব্যবস্থা তো করেননি উল্টে তাদের ‘কদর্য ভাবে অসম্মান’ করেছেন প্রধানমন্ত্রী।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare