দেশ বিভাগে ফিরে যান

চাকরি দেওয়ার দায় আর সরকারের নয়, বেকারত্ব ইস্যুতে মোদীর বক্তব্য

ফেব্রুয়ারি 9, 2022 | < 1 min read

দেশের বেকারত্ব ৪৫ বছরের রেকর্ড স্পর্শ করেছে অথচ, প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, দেশে বেকারত্ব নেই।

২০১৪ সালে যিনি, বছরে ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রধানমন্ত্রী সংসদে জানিয়ে দিলেন কর্মসংস্থানের জন্য সরকারের উপর ভরসা করে থাকার দিন শেষ।
তিনি বললেন, সবকিছু সরকার করে দেবে এই ভাবনা আর চলবে না। আমরা চাই যুবসমাজ নিজেই ব্যবসা বাণিজ্যের উদ্যোগ নিক।

একইভাবে মূল্যবৃদ্ধি নিয়ে দেশবাসী হাহাকার করলেও প্রধানমন্ত্রী মনেই করেন না যে মূল্যবৃদ্ধি আকাশ স্পর্শ করেছে।
বরং তিনি সাফ জানালেন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণেই আছে। আমরা জিনিসপত্রের দাম বাড়তে দিইনি!
তাঁর মতে, মূল্যবৃদ্ধি যা ছিল সব অতীতে। ইউপিএ সরকারের সময় অনেক বেশি মূল্যবৃদ্ধি হয়েছিল।

বিরোধীদের বক্তব্য, দেশের খারাপ পরিস্থিতির দিক থেকে নজর সরিয়ে রাখার জন্যই প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টা। অনেকটা তুলো চাপা দিয়ে আগুন নেভানোর মতোই মূর্খামি।’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare