দেশ বিভাগে ফিরে যান

রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রিতে পারদর্শী নরেন্দ্র মোদী

ফেব্রুয়ারি 6, 2022 | < 1 min read

অতীতের প্রত্যেক প্রধানমন্ত্রী শুধুই গড়েছেন। আর বর্তমান প্রধানমন্ত্রী সবকিছু বিক্রি করে দিচ্ছেন। রাজ্যসভায় উত্থাপিত হলো এমনই তথ্য। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন ১৬টি রাষ্ট্রায়ত্ত সংস্থা তৈরি করেছিলেন, অটলবিহারী বাজপেয়ি ১৭টি, আর মনমোহন সিং গঠন করেছিলেন ২৩টি সরকারি সংস্থা।


কিন্তু মোদী ক্ষমতায় আসার পর একটিও রাষ্ট্রায়ত্ত সংস্থা গঠন করেননি। উল্টে তিনি ২৩টি সংস্থা বিক্রির ব্যবস্থা পাকা করেছেন। ২০১৬ সালের পর থেকেই তালিকা তৈরি শুরু হয় রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণের। এখনও পর্যন্ত, বিক্রির জন্য ৩৬টি রাষ্ট্রায়ত্ত সংস্থার তালিকা তৈরি হয়েছে। গত ডিসেম্বর মাস পর্যন্ত বৃহৎ ৮ টি সংস্থা বিক্রি হয়ে গিয়েছে।
চলতি আর্থিক বছরেই ১২টি রাষ্ট্রায়ত্ত সংস্থা প্রায় ৭ হাজার কোটি টাকা লভ্যাংশ দিয়েছে মোদী সরকারকে। ধুঁকতে থাকা অর্থনীতির কোষাগার ভরাতে এটাই এখন অন্যতম ধ্যানজ্ঞান প্রধানমন্ত্রীর।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare