দেশ বিভাগে ফিরে যান

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় মিলবে না ‘ফ্রি’রেশন

ফেব্রুয়ারি 3, 2022 | < 1 min read

করোনাকালে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায়, দেশের প্রায় ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছিল। এই বছরের মার্চের পরেও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা চালু থাকবে কিনা, বা সেই সংক্রান্ত কোনও পরিকল্পনা সরকারের আছে কিনা সে বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিলেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।


অন্ন যোজনার বিষয়ে অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হলে তাঁর সাফ কথা, ‘বাজেট বাদে অন্য বিষয়ে আমি কথা বলতে পারব না।’ অতিমারি পরিস্থিতিতে গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য তৈরি হয়েছিল এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা।


প্রাথমিকভাবে এই প্রকল্প ২০২০ সালের এপ্রিল-জুন মাসের জন্য লাগু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে, মোট পাঁচ দফায় সেই স্কিমের সময়সীমা বাড়িয়ে ২০২২ সালের মার্চ পর্যন্ত করা হয়। অর্থমন্ত্রীর এই জবাবে, মার্চের পর এই প্রকল্প চালু থাকা নিয়ে এখন সংশয় দেখা দিল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare