বাংলা বিভাগে ফিরে যান

বঙ্গ বিজেপির কর্মীরা এখন কার্যত দিকশূন্য

জানুয়ারি 28, 2022 | < 1 min read

এই মুহূর্তে বঙ্গ-বিজেপির রাজনৈতিক লড়াই ঠিক কাদের বিরুদ্ধে? দলের নেতাদের কার্যকলাপে তা নিয়ে ক্রমেই বিভ্রান্তি বাড়ছে নিচুতলার কর্মীদের। লড়াইটা রাজ্যের শাসকদল তৃণমূল বা সিপিএমের বিরুদ্ধে ততটা নয়, যতটা দলের এক গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর। পুরভোটের রণকৌশল নয় বরং দেখা গেছে দলের এক শিবিরের উপরে কী ভাবে চাপ বাড়ানো যায়, তা নিয়েই বৈঠক করে চলেছেন অন্য পক্ষের নেতারা। এ দিকে উত্তরপ্রদেশের ভোট নিয়ে ব্যস্ত কেন্দ্রীয় নেতারা বাংলার বিদ্রোহীদের সময়ও দিতে পারছেন না।

তাই আপাতত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিক্ষুব্ধ কর্মীদের চাঙ্গা রাখতে চাইছেন বিদ্রোহী নেতারা। রাজ্যের বিভিন্ন-প্রান্তে সিএএ কার্যকরী করার দাবিতে ধারাবাহিক সেমিনারের পরিকল্পনা হয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে কোনও মঞ্চ গড়ে এ সব কর্মসূচি হতে পারে। সেখানে ঠারেঠোরে কাঠগড়ায় তোলা হতে পারে কেন্দ্রীয় সরকারকেও। এভাবে ক্ষমতাসীন বিজেপি এবং বিদ্রোহী বিজেপির কোন্দলে সবচেয়ে লাভ হচ্ছে যে তৃণমূলের, তা মানছেন গেরুয়া শিবিরের একাংশও।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare