বাংলা বিভাগে ফিরে যান

বিজেপির বিক্ষুব্ধ নেতাদের আড়ালে কি দিলীপ ঘোষ?

জানুয়ারি 28, 2022 | < 1 min read

সাংবাদিক বৈঠকের পর এবার টুইটে রীতেশ তিওয়ারির নিশানায় অমিতাভ চক্রবর্তী আর অমিত মালব্য। ওই টুইটে তিনি লিখেছেন, ‘ভার্চুয়াল চক্রবর্তী ও টুইটার মালব্যর বঙ্গ বিজেপি অসাধারণ।

অন্যদিকে, পিকনিক পলিটিক্স নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য ‘‌শান্তনু পিকনিক করছে তো কী হয়েছে! আমিও কাল পিকনিক করেছি। দুনিয়া পাল্টাচ্ছে, তাই প্যাটার্নও পাল্টাচ্ছে। কাম টুগেদার। থিঙ্ক টুগেদার।’‌ উল্লেখ্য সেদিনের সাংবাদিক বৈঠকেও, দুই বিজেপি নেতা দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ এনেছিলেন।


তাদের বক্তব্য, ভোটের কয়েক মাস আগে তৎকালীন সাধারণ সম্পাদকে সরিয়ে বাইরে থেকে আসা চরম অনভিজ্ঞ লোককে বসানো হল যারা বাংলা জানেন না। প্রথম থেকেই দিলীপ ঘোষ বিক্ষুব্ধদের হয়ে নরম সুরে কথা বলছিলেন। এই সব কিছুই কি তাহলে দিলীপ ঘোষের নেতৃত্বে হচ্ছে? আড়ালে বসে আসল কলকাঠি কি তিনিই নাড়ছেন? সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare