দেশ বিভাগে ফিরে যান

কেন্দ্রের সদিচ্ছার অভাবেই দেশে গরিব বাড়ছে

জানুয়ারি 27, 2022 | < 1 min read

ব্রিটেনের এনজিও সংস্থা অক্সফ্যাম এর রিপোর্ট বলছে, ২০২১ সালে ভারতে ডলার বিলিওনিয়ারের সংখ্যা ১০২ থেকে পৌঁছে গিয়েছে ১৪২-এ, যা ফ্রান্স, স্যুইৎজ়ারল্যান্ড এবং সুইডেনের সংযুক্ত বিলিওনিয়ার সংখ্যারও বেশি।


ধনকুবেরদের সম্পত্তি দ্বিগুণ হয়ে পৌঁছে গিয়েছে প্রায় ৫৭.৩ লক্ষ কোটির অবিশ্বাস্য অঙ্কে। রাষ্ট্রপুঞ্জের সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২০ সালেই ৪.৬ কোটি ভারতবাসী দারিদ্রসীমার নীচে নেমে গিয়েছেন। যা বিশ্বের মোট ‘গরিব’দের সংখ্যার প্রায় অর্ধেক। উল্লেখ্য, সিএমআইই -র গবেষণা বলছে, ২০২১ সালে দেশের ৮৪% পরিবারের আয়ই নিম্নগামী হয়েছে।


এই আর্থিক বৈষম্যর জন্য সরাসরি কেন্দ্রের কর ও ভ্রান্ত নীতিকেই সরাসরি কাঠগড়ায় তুলেছেন অক্সফ্যাম রিপোর্ট প্রস্তুতকারকরা। বিশ্বে অপুষ্টিতে ভোগা জনসংখ্যার এক চতুর্থাংশই এখন ভারতে বাস করেন। তাই অবিলম্বে কেন্দ্রের উচিৎ, নীতির বদল এনে সমাজের সর্বস্তরে আয়ের সুষম বণ্টনের ব্যবস্থা করা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare