বাংলা বিভাগে ফিরে যান

শনিবার কলকাতায় বড়সড় বৈঠক করবে বিজেপির বিক্ষুব্ধরা

জানুয়ারি 15, 2022 | < 1 min read

বিজেপিতে বিক্ষুব্ধদের সংখ্যা দিনদিন বাড়ছে। এই বৈঠকে থাকতে পারেন বনগাঁর সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সহ কমপক্ষে ১০ জন বিধায়ক। গত মঙ্গলবার বঙ্গ বিজেপির এক প্রাক্তন সহ-সভাপতির বাড়িতে বৈঠকে বসেন এই নেতারা। ওই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন কলকাতার ২২ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর মীনাদেবী পুরোহিত।

বহুবার জেতা সত্ত্বেও রাজ্য কমিটিতে কোনো গুরুত্বপূর্ণ পদে রাখা হয়নি তাকে, তাই নিয়ে তার ক্ষোভ বলে জানা যাচ্ছে। অন্যদিকে সূত্রের খবর সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ করেছেন যে দিলীপ ঘোষ নাকি এই বিক্ষুব্ধদের উস্কানি দিচ্ছেন। সব মিলিয়ে বিজেপি-র অন্দরে বিদ্রোহের বীজ যে ক্রমশ বাড়ছে, তা আর বলার অপেক্ষা রাখে না৷

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
FacebookWhatsAppEmailShare
অনশন প্রত্যাহার করে জুনিয়র ডাক্তারদের নবান্নে বৈঠকে আসার ডাক মুখ্যসচিবের
FacebookWhatsAppEmailShare
‘পরিবার থেকে এভাবে সরানো যায় না’ স্বাস্থ্য সচিবের অপসারণ নিয়ে ডাক্তারদের স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর
FacebookWhatsAppEmailShare