বাংলা বিভাগে ফিরে যান

এক মাসে রাজ্যের ক্ষুদ্র শিল্পে ২৫ হাজার কোটির লগ্নি-প্রস্তাব

জানুয়ারি 14, 2022 | < 1 min read

শিল্প সম্মেলনে মাত্র এক মাসে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ২৫ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বাংলায়। উত্তর ২৪ পরগনার জন্য বিনিয়োগ প্রস্তাব এসেছে প্রায় ছ’হাজার কোটি টাকা।এতে সৃষ্টি হবে প্রায় ৫০ হাজার কর্মসংস্থানের সুযোগ।


হাওড়া জেলায় অনুষ্ঠিত শিল্প সম্মেলনে আসে ১২ হাজার ২৬০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব। অন্তত ৫২ হাজার কর্মসংস্থানের সৃষ্টি হবে এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় পাঁচ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। তা বাস্তবায়িত হলে কর্মসংস্থান হবে অন্তত ১১ হাজার।


নদীয়া ও পূর্ব বর্ধমানের শিল্প সম্মেলনে মোট ১ হাজার ৬৩৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। মোট ৪৮ হাজার কর্মসংস্থান হতে চলেছে দুই জেলায়। আগামী ২০ জানুয়ারি বীরভূম ও মুর্শিদাবাদে এবং ২৮ জানুয়ারি কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার সম্মেলন হবে। ক্ষুদ্র-কুটির শিল্প হোক কিংবা ভারী শিল্প, প্রতিটি ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা নিয়েছে প্রশাসন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
FacebookWhatsAppEmailShare
অনশন প্রত্যাহার করে জুনিয়র ডাক্তারদের নবান্নে বৈঠকে আসার ডাক মুখ্যসচিবের
FacebookWhatsAppEmailShare
‘পরিবার থেকে এভাবে সরানো যায় না’ স্বাস্থ্য সচিবের অপসারণ নিয়ে ডাক্তারদের স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর
FacebookWhatsAppEmailShare