বাংলা বিভাগে ফিরে যান

বাংলার বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রের উদাসীনতা অব্যাহত

জানুয়ারি 9, 2022 | < 1 min read

গত সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারের প্রতিনিধিদল কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক ও নীতি আয়োগের সঙ্গে দেখা করে কয়েকটি গুরুত্বপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প নিয়ে আলোচনা করেন। কেন্দ্রের তরফে জানানো হয়, ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্পের ৬০ শতাংশ খরচ কেন্দ্র দিতে রাজি। বাকি ৪০ শতাংশ অর্থ রাজ্যকে দিতে হবে।

রাজ্যের পক্ষ থেকে এব্যাপারে ইতিবাচক মনোভাব দেখানো হলেও কেন্দ্রের তরফে কোনও সাড়া এখনও আসেনি। কেলেঘাই-কপালেশ্বরী প্রকল্পের ক্ষেত্রেও এরকমই হয়েছে।মোদী সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পের খরচ কেন্দ্র ও রাজ্য সরকার অর্ধেক করে বহন করবে বলে সিদ্ধান্ত হয়।

কিন্তু শেষ পর্যন্ত অর্ধেক টাকাও দেয়নি কেন্দ্র। মোট ৬৫০ কোটি টাকার প্রকল্পে কেন্দ্র এখনও পর্যন্ত দিয়েছে ১৭৮ কোটি টাকা। যেখানে রাজ্য সরকার ৩২৫ কোটি টাকার জায়গায় অতিরিক্ত আরও ২০০ কোটি টাকা দিয়েছে। বন্যা নিয়ন্ত্রণের বিষয়ে কেন্দ্রের এই চরম উদাসীনতা আর অবহেলায় ক্ষুব্ধ জনসাধারণ

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ব্যালটে ভাঁড়ে মা ভবানী, বামেদের ভরসা নারায়ণ-শ্রীলেখা
FacebookWhatsAppEmailShare
উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
FacebookWhatsAppEmailShare