খবর বিভাগে ফিরে যান

এবার বাংলাতেও বেসরকারিকরণের থাবা

ডিসেম্বর 23, 2021 | < 1 min read

মোদী সরকারের বেসরকারিকরণের হাত চেপে বসছে বাংলার গলাতেও। সোমবার লোকসভায় অর্থমন্ত্রক জানিয়ে দিল, বেঙ্গল কেমিক্যাল, ব্রিজ অ্যান্ড রুফ এবং দুর্গাপুর অ্যালয় স্টিল বিলগ্নিকরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই ৩টি রাষ্ট্রায়ত্ত সংস্থার দখল অচিরেই নেবে কোনও প্রাইভেট কোম্পানি।


তালিকা মোট ৩৬টি রাষ্ট্রায়ত্ত সংস্থার, যা ৫ বছর আগেই তৈরি করে ফেলেছিল মোদী সরকার। শুধু বাংলার ৩টি নয়, ইতিমধ্যেই ১৮টি সরকারি সংস্থার বিলগ্নিকরণ প্রক্রিয়ার প্রস্তুতি নিয়েছে। আর ৮টি সরকারি সংস্থা বিক্রির কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি আইডিবিআই ব্যাঙ্ক সহ দু’টি বিমা সংস্থারও বিলগ্নিকরণ হবে। আগামী আর্থিক বছরে আরও একঝাঁক সংস্থার নাম বেসরকারিকরণের তালিকায় আসবে বলে সরকারি সূত্রে জানা যাচ্ছে।
করোনাকে ঢাল হিসেবে ব্যবহার করেই সরকারি সংস্থাগুলির দায়িত্ব ঝেড়ে ফেলতে উদ্যোগী হয়েছিল মোদী সরকার। সেই প্রবণতাই এখন গতি পাচ্ছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অষ্টমীর খিচুড়ি এবার রাঁধুন ভারতের অন্য রাজ্যের কায়দায়
FacebookWhatsAppEmailShare
দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare