রেমালের জন্য আট জেলায় জারি কমলা সতর্কতা
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো রবিবার রাতেই পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘রেমাল’। বিশেষ করে সাগর, কুলতলি, কাকদ্বীপ, দীঘা, হাওড়ার বিস্তীর্ণ অংশে বৃষ্টির সঙ্গী ছিল ঝোড়ো হাওয়া। রাতের দিকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপট দেখা যায় কলকাতা ও শহরতলিতে।
পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমানে জারি কমলা সতর্কতা। সোমবার নদিয়া, মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে জারি লাল সতর্কতা। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাত ১২টা নাগাদ রেমালের ল্যান্ডফল শেষ হয়েছে।