বাংলা বিভাগে ফিরে যান

নির্ভয়া তহবিলের ৭৬% খরচ হয়ে গিয়েছে, কতটা কমেছে ধর্ষণের ঘটনা?

আগস্ট 22, 2024 | < 1 min read

গোটা দেশে মহিলাদের নিরাপত্তা বাড়াতে ২০১৩ সালে গড়া হয়েছিল নির্ভয়া তহবিল। এই তহবিলের টাকা খরচে সুপারিশের জন্য ২০১৫ সালে গড়া হয়েছিল একটি বিশেষজ্ঞ কমিটি। কেন্দ্রীয় মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রকের অধীনেই এই কমিটি তৈরি করা হয়৷ যদিও তার পর গত ৯ বছরে ভারতে মাত্র ৯.১ শতাংশ ধর্ষণের ঘটনা কমেছে৷ নির্ভয়া তহবিলে বরাদ্দ হওয়া অর্থের ৭৬ শতাংশই খরচ হয়ে গিয়েছে৷ এখনও পর্যন্ত নির্ভয়া তহবিলে ৭২১২.৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ তার মধ্যে ৫৫১২.৯৭ কোটি টাকাই খরচ হয়ে গিয়েছে৷ বরাদ্দ হওয়া টাকা খরচের নিরিখে প্রথম চারে রয়েছে যথাক্রমে দিল্লি (৯৭.৯ শতাংশ), লাক্ষাদ্বীপ (৯২.৬ শতাংশ), তামিলনাড়ু (৯২.৪ শতাংশ) ও পশ্চিমবঙ্গ(৯১.২ শতাংশ)।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

উৎসবের আবহে বন্যার্ত মানুষদের ভুললে চলবে না, বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা
FacebookWhatsAppEmailShare
আজ পাহাড়ে চা শ্রমিকদের ১২ ঘণ্টার বন‍ধ
FacebookWhatsAppEmailShare
‘‌দুয়ারে মা ক্যান্টিন’‌, বানভাসী গ্রামবাসীদের দেওয়া হচ্ছে ভাত–ডাল–ডিম
FacebookWhatsAppEmailShare