বাংলা বিভাগে ফিরে যান

পঞ্চায়েতে বিজেপির বৃদ্ধি ৭৬%

জুলাই 17, 2023 | < 1 min read

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে অনেকটাই সাফল্য মিলেছে বলে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এই রাজ্যে ভোটে যেসব আইপিএস, আইএএস প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে শাসকদলকে সাহায্য করেছে, তাদের তালিকাও অমিত শাহকে দিয়েছেন সুকান্ত। যেখানে অনেকগুলি জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকের নাম থাকলেও সেই তালিকা গোপনই রাখতে চাইছে রাজ্য বিজেপি।

রাজ্য বিজেপির হিসাব অনুযায়ী, ২০১৮ সালের তুলনায় এবার বিজেপি দ্বিগুণ আসনে জিতেছে পঞ্চায়েতের তিনটি স্তরে। অমিত শাহকে দেওয়া তথ্যে দাবি করা হয়েছে, গ্রাম পঞ্চায়েত স্তরে জয় ৫,৭৭৯ থেকে বেড়ে ১০,০০৪ আসনে হয়েছে। একই ভাবে পঞ্চায়েত সমিতিতে জয়ী আসনের সংখ্যা ৭৬৯ থেকে বেড়ে ১,০১৮ হয়েছে। আর জেলা পরিষদে আসন সংখ্যা ২২ থেকে বেড়ে ৩১ হয়েছে। মোট প্রাপ্য ভোট ১৩% থেকে বেড়ে ২৩% হয়েছে। ২০১৮ সালের পঞ্চায়েতের তুলনায় বাংলায় বিজেপির সার্বিক বৃদ্ধি হয়েছে ৭৬%।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সঙ্কটে মুকুল রায়
FacebookWhatsAppEmailShare
চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্যের
FacebookWhatsAppEmailShare
রথযাত্রার দিন রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস
FacebookWhatsAppEmailShare