কলকাতা বিভাগে ফিরে যান

প্রাত্যহিক ৭.৫ লক্ষ যাত্রী কলকাতা মেট্রোর

অক্টোবর 20, 2023 | < 1 min read

Calcutta metro | 60% dip in Kolkata Metro passenger count - Telegraph India

এই বছর ঠাকুর দেখতে রাস্তায় মানুষের রেকর্ড ভিড় হবে, এমন আশা ছিলই। মহালয়ার দিন থেকে কলকাতা এবং শহরতলীর একের পর এক প্যান্ডেলে চোখে পড়ার মতো জনসমাগম দেখা গিয়েছে। এই ভিড়ের রেকর্ডের সঙ্গী হচ্ছে কলকাতা মেট্রোও। কলকাতার পুজোয় ঘুরতে গেলে আমজনতার মেট্রোই সহায়। কম সময়ে কম খরচে ক্লান্তিহীন যাত্রা।

তৃতীয়ায় সাত লাখ ছ’হাজার ৬৫৭ জন যাত্রী মেট্রোতে চড়েছেন। ২০২২-এর ষষ্ঠীতেই সংখ্যাটা ছিল সাত লাখ ২৪ হাজার ৯০০। এ বছর চতুর্থীতে মেট্রোর যাত্রীসংখ্যা ছিল ৭ লাখ ৪৯ হাজার ১৬০।

নতুন রেকর্ড গড়ার মুখে দাঁড়িয়ে আছে কলকাতা মেট্রো। পঞ্চমীর তথ্য এখনো হাতে আসেনি। কিন্তু আশা করা হচ্ছে, পঞ্চমীর যাত্রীসংখ্যা আগের দুদিনের থেকে অনেক বেশি হবে।

চতুর্থীতে সবথেকে বেশি যাত্রী মেট্রোয় উঠেছেন দমদম থেকে – ৭৬,৫৮৭। দুই, তিন ও চার নম্বরে ছিল এসপ্ল্যানেড (৫৩,০২০), কালীঘাট (৫২,১২০) এবং রবীন্দ্র সদন (৪৫,১০৩)।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লালবাজারে কর্তাদের ডিপিতে ‘সত্যমেব জয়তে’
FacebookWhatsAppEmailShare
চতুর্থীর জনজোয়ারকে হার মানাল পঞ্চমীর রাত
FacebookWhatsAppEmailShare
পুজোর সময় মিছিল নিয়ে বিরক্ত শহরবাসী
FacebookWhatsAppEmailShare