বাংলা বিভাগে ফিরে যান

কর্মশ্রী প্রকল্পে ৫০ দিনের বদলে ৬০ দিন কাজ দেওয়া হতে পারে

এপ্রিল 1, 2024 | < 1 min read

১০০ দিনের কাজ প্রকল্পে গত তিনটি আর্থিক বছরে কেন্দ্র বাংলাকে কোনও টাকা দেয়নি। ১০০ দিনের কর্মীদের বকেয়া টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেটে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে কর্মশ্রী প্রকল্প। এর মাধ্যমে রাজ্যের জবকার্ড হোল্ডারদের ৫০ দিন কাজ দেওয়া হবে। এবার তা বাড়িয়ে ৬০ দিন কাজ দেওয়া হতে পারে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের ধুবুলিয়ার জনসভায় তিনি বলেছেন, ‘আমরা ৫০ দিন কাজ দেব। জবকার্ড হোল্ডাররা যে টাকা পেতেন, সেটাই পাবেন।

দরকার হলে ৫০ দিনের জায়গায় ৬০ দিন কাজ করতে পারবেন।’ এখনও পর্যন্ত কর্মশ্রী প্রকল্পের অধীনে কাজ পেয়েছেন ৬৪ লক্ষ ৩১ হাজার ১৩২ জন জবকার্ড হোল্ডার। ২৭ কোটি ৪৮ লক্ষ ৮৬ হাজার ৯০১টি শ্রমদিবস সৃষ্টি হয়েছে। রাজ্যের কোষাগার থেকে ৬১৯৮.৫৮ কোটি টাকা দেওয়া হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare