অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে জয়ী ভারত
আজ চিপকে বিশ্বকাপের শুরুটা জয় দিয়েই হল ভারতের। প্রথমে ভারতীয় ব্যাটিংয়ে বিপর্যয় নেমে এলেও হাল ধরলেন কোহলি। বিরাট কোহলি এবং লোকেশ রাহুল জুটি চাঙ্গা করলো ধুঁকতে থাকা দলকে।
ঈশান কিশন, রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ার ড্রেসিং রুমে ফায়ার যাওয়ার পর ২ রানে ৩ উইকেট হারানো ইন্ডিয়াকে কোহলি নিয়ে গেলেন ১৬৭ রানে। বিশ্বকাপে ভারতের সবথেকে বেশি রানের রেকর্ডও গড়লেন বিরাট এবং লোকেশ।
কোহলি আউট হন ৮৫ রান করে। তখন ২০০ রান করতে হলে ভারতের দরকার আর ৩৩ রান। হার্দিক পাণ্ড্য সেই রান তুলে নিলেন। ৯৭ রানে অপরাজিত থেকে যান লোকেশ রাহুল।
১২ বছর পরে দেশের মাটিতে বিশ্বকাপ, জয় দিয়েই শুরু হল ভারতের।
এবার দেখার হাড্ডাহাড্ডি খেলায় কোন দল জয়লাভ করে নাকি বৃষ্টি এসে দুজনকে পয়েন্ট ভাগ করে দেয়