চলছে রাজ্যের ৮ কেন্দ্রে চতুর্থ দফার ভোটগ্রহণ
আজ লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটপর্ব। দেশ জুড়ে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ হবে।
বাংলায় যে আটটি কেন্দ্রে ভোট রয়েছে সেগুলি হল-বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম। সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হারে এগিয়ে রয়েছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর লোকসভা কেন্দ্র।
প্রথম দু’ঘণ্টায় সেখানে ১৬.৯৭ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বোলপুর কেন্দ্র। সেখানে ভোট পড়েছে ১৬.৪৬ শতাংশ। এই একই সময়ের মধ্যে কৃষ্ণনগরে১৫.৬৭ শতাংশ, রানাঘাটে ১৫.৩১ শতাংশ, বর্ধমান পূর্বে ১৫.৮৮ শতাংশ, বর্ধমান-দুর্গাপুরে ১৪.০৮ শতাংশ, আসানসোলে ১৩.০৩ শতাংশ এবং বীরভূমে ১৪.৫৫ শতাংশ ভোট পড়েছে। সকাল ৭টায় ভোট শুরু হওয়ার পর প্রথম দু’ঘণ্টায় আট কেন্দ্রে সামগ্রিক ভাবে ১৫.২৪ শতাংশ ভোট পড়েছে।