দেশ বিভাগে ফিরে যান

৪ গোল ইন্ডিয়ার, এনডিএ থামলো ৩-এ

সেপ্টেম্বর 9, 2023 | < 1 min read

২০২৪-এর ফাইনাল ম্যাচের আগে যেন এক চুল হলেও এগিয়ে গেলো ইন্ডিয়া জোট। পিছিয়ে থাকলো বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। তাই, উপনির্বাচনের ম্যাচের ফল দাঁড়ালো ৪-৩।

বাংলা সহ ভারতের ৬টি রাজ্যের ৭টি বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনা ছিল ৮ তারিখ। এই ৭ আসনের মধ্যে বিজেপি বাংলায় নিজের একটি আসন খুইয়ে ত্রিপুরায় ছিনিয়ে নিয়েছে সিপিআইএমের একটি আসন।

শুক্রবারের ফল ঘোষণায় ৪৩৪৪ ভোটের মার্জিনে জলপাইগুড়ির ধূপগুড়ি আসন বিজেপির থেকে ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ত্রিপুরায় সিপিআইএমের ঘাঁটি হিসেবে পরিচিত বক্সনগরে ৩০ হাজার ভোটের মার্জিনে জয়লাভ করেছে বিজেপি। ত্রিপুরার ধনপুরেও জয়লাভ করেছে বিজেপি।

ঝাড়খণ্ডের ডুমরিতে জয়লাভ করেছে ইন্ডিয়া জোটের সঙ্গী ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। মার্জিন ১৭ হাজারেরও বেশি। কেরলের পুথুপল্লিতে ইন্ডিয়া জোটের দুই শরিক কংগ্রেস ও সিপিআইএমের লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছে কংগ্রেস।

উত্তরপ্রদেশে দলবদলু বিধায়কের বিরুদ্ধে ২০ হাজার মার্জিন বাড়িয়ে ৪২ হাজার ভোটে জয়লাভ করেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। উত্তরাখণ্ডের বাগেশ্বর আসনে জয়লাভ করেছে বিজেপি।

বছরের শেষে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরামের ভোট যে ২০২৪-এর সেমিফাইনাল, তা বলাই বাহুল্য।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘কমিশন-বিজেপির সেটিং হয়েছে, বললেন ডেরেক ও ব্রায়েন
FacebookWhatsAppEmailShare
আর জি কর কাণ্ডে কেন্দ্রকে দুষল সুপ্রিম কোর্ট
FacebookWhatsAppEmailShare
কেন্দ্রের ডাকে দিল্লিতে আলোচনায় বসবেন মণিপুরের মেইতেই, কুকি ও নাগা সদস্যেরা
FacebookWhatsAppEmailShare