NEWSZNOW বাংলা

১৬ মার্চ, ২০২৫ ...

বাংলা ENGLISH

বাংলা বিভাগে ফিরে যান

স্বাস্থ্য ক্ষেত্রে ৩১ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হল বাণিজ্য সম্মেলনে

ফেব্রুয়ারি 7, 2025 2 min read

দু’দিনের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন শেষে স্বাস্থ্য ক্ষেত্রে ৯ হাজার ৬৯৮ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। স্বাস্থ্য দফতর সূত্রে এমনই জানা গিয়েছে ৷ এর মধ্যে ২৩টি ক্ষেত্রে এই অর্থ বিনিয়োগ হবে৷ পাশাপাশি ৩১ হাজার কর্মসংস্থান হওয়ার সম্ভাবনাও রয়েছে ৷ বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বেলভিউ, ভাগীরথী নেওটিয়া, নারায়ণা, পিয়ারলেস, সিএম‌আর‌আই, অ্যাপেলো, উডল্যান্ডস, চার্নক, মণিপাল গ্রুপ-এর মতো স্বাস্থ্য ক্ষেত্রে দিকপালরা৷ বিনিয়োগ প্রস্তাব নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “বড় বড় হাসপাতাল থেকে শুরু করে কোম্পানি- হেলথ কেয়ারে ৯হাজার ৬০০ কোটি টাকার উপর বিনিয়োগ করছে ৷”

স্বাস্থ্য সংক্রান্ত কমিটির কো চেয়ারম‌্যান রূপক বড়ুয়া বলেছেন, মুখ্যমন্ত্রীর আমলে রাজ্যের শয‌্যাসংখ‌্যা ৫৭ হাজার থেকে বেড়ে ৯৭ হাজার হয়েছে। ১০ টা মেডিক‌্যাল কলেজ থেকে ৩০ টা হয়েছে। আগে ৬৮ শতাংশ নার্স ভিনরাজ্য থেকে আনতে হত। এখন ৭২ শতাংশ আমাদের রাজ্য থেকেই পাওয়া যাচ্ছে। সিএমআরআই হাসপাতালের তরফে শিলিগুড়িতে নতুন ক্যান্সার হাসপাতাল, অত্যাধুনিক ওটি, ক্রিটিক্যাল কেয়ার সম্প্রসারণ এবং নার্সিং কলেজ তৈরির প্রস্তাব এসেছে ৷

শিলিগুড়িতে ডায়ালিসিস এবং বোন ব্যাঙ্কের ফেসিলিটি-সহ দু’শো বেডের হাসপাতালে বিনিয়োগ করছে তারা৷ তাদের এই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ ৪০০ কোটি টাকা ৷ এই প্রকল্পে কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে ১ হাজার ২৮০ জনের ৷ বেলভিউ হাসপাতাল রাজারহাট নিউটাউনে তাদের ২০০-৪০০ বেডের একটি নতুন হাসপাতাল তৈরি করতে চলেছে ৷ যার জন্য তারা রাজ্যে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ১ হাজার ৫০০ কোটি টাকার ৷ এখানে কর্মসংস্থান হবে ৪ হাজার ৮০০ জনের ৷

পিয়ারলেস গ্রুপ আগামী বছরের পয়লা বৈশাখে নতুন ক্যান্সার হাসপাতাল তৈরি করতে চলেছে ৷ বারাসতে এই হাসপাতালের জন্য ৪০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে তারা ৷ এই প্রকল্প বাস্তবায়িত হলে এক হাজার ২৮০ জনের নতুন কর্মসংস্থান হবে সেখানে ৷ নারায়ণা হেলথ-এর তরফে একটি হাসপাতাল ও একটি রিসার্চ ইনস্টিটিউট তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে ৷

মুকুন্দপুরে ১৫০ শয্যার হাসপাতাল তৈরির প্রস্তাবও দিয়েছে তারা ৷ পাশাপাশি নিউটাউনে ১ হাজার ১ টি শয্যার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট তৈরির প্রস্তাব দিয়েছে নারায়ণা ৷ এক্ষেত্রে তাদের বিনিয়োগের পরিমাণ হাজার কোটি টাকা ৷ এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৩ হাজার ২০০ জনের কর্মসংস্থান হবে বলে আশা করছে রাজ্য সরকার ৷

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

বেসরকারি স্কুলে আকাশছোঁয়া ফি-তে লাগাম? বড় পদক্ষেপ করছে রাজ্য সরকার

FacebookWhatsAppEmailShare

সংসদে বাংলার বকেয়া আদায়ের নোটিশ তৃণমূলের

FacebookWhatsAppEmailShare

আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ কর্মসূচি! মহিলা ভোটে নজর তৃণমূলের

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...