NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

বাংলা বিভাগে ফিরে যান

রোগী পরিষেবায় অবহেলা,২০ লক্ষ টাকা জরিমানা ৩১ জন চিকিৎসকের

ডিসেম্বর 7, 2024 < 1 min read

শাস্তির মুখে পড়তে চলেছেন ৩১ জন সিনিয়র রেসিডেন্ট ডাক্তার। রোগী পরিষেবায় গাফিলতি সিনিয়র ডাক্তারদের। এর আগে দু-দুবার সতর্ক করা সত্ত্বেও গ্রামে যেতে চাইছেন না চিকিৎসকরা। কড়া পদক্ষেপের পথে হাটল রাজ্যের স্বাস্থ্য ভবন। ৩১ জন সিনিয়র রেসিডেন্ট ডাক্তারকে ২০ লক্ষ টাকা জরিমানা করা হলো। এই চিকিৎসকরা বন্ড পোস্টিং নিয়ম মেনে গ্রামের হাসপাতালে যেতে অস্বীকার করার কারণে এই নির্দেশ বলে জানা যাচ্ছে। ডাক্তারির শপথ ভুলে আন্দোলনের নামে দিনের পর দিন সরকারি হাসপাতালে পরিষেবা না দিয়ে, প্রাইভেট প্র্যাক্টিস চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে।

জুনিয়র ডাক্তারদের শিখণ্ডী করে পিছন থেকে নিজেদের ফায়দা তোলার চেষ্টা করেছেন। এবার দায়িত্বে অবহেলার কারণে শাস্তির খাঁড়া নেমে এলো। স্বাস্থ্য ভবন সূত্রে জানা যাচ্ছে, ২০২২ সালে এই ডাক্তারদের সতর্ক করা হয়েছিল। তাতেও চিকিৎসকদের একাংশের মধ্যে কোনও হেলদোল লক্ষ্য করা যায়নি। ফলত রাজ্যের স্বাস্থ্য দফতর পুরো বিষয়টি খতিয়ে দেখে, প্রায় আড়াই হাজার সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের মধ্যে থেকে ৩১ জনকে বেছে নেওয়া হয়েছে যাঁদের বিরুদ্ধে কাজে চরম গাফিলতির অভিযোগ রয়েছে।

ওই সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের নাম, কোন কলেজে বন্ড পোস্টিংয়ে আছেন এবং যে সব মেডিক্যাল কলেজে তাঁরা যুক্ত বিজ্ঞপ্তিতে সেসব জানানোর পাশাপাশি গ্রামে তাঁদের কাজ করতে যাওয়ার অনীহার বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট এমএসভিপিদেরও। স্বাস্থ্য ভবনের বার্তা খুব স্পষ্ট, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত থেকে রোগী পরিষেবায় অবহেলা করলে চিকিৎসকদের আর রেয়াত করা হবে না। সাম্প্রতিককালে কার্যত নজিরবিহীন পদক্ষেপ করে স্বাস্থ্য দফতর বন্ডের কুড়ি লক্ষ টাকা একবারে ফেরত দেওয়ার কথা জানিয়ে দিয়েছে অভিযুক্ত সিনিয়র চিকিৎসকদের। বৃহস্পতিবারই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

তৃতীয় সর্বোচ্চ আয়কারী বাংলা ছবি ‘বহুরূপী’!

FacebookWhatsAppEmailShare

স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য আরও ১০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য

FacebookWhatsAppEmailShare

আম্বেদকর ইস্যুতে পথে নামার ডাক মমতা বন্দোপাধ্যায়ের

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...